বিস্তারিত
সুখবর! সুখবর!! সুখবর!!!
শরীয়তপুর সদর উপজেলার সম্মানিত কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ৫০% সরকারি ভর্তুকি মুল্যে নিন্মলিখিত কৃষি যন্ত্র ক্রয়ে আগ্রহী তাদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা হচ্ছে।।
যে সব যন্ত্র ক্রয় করা যাবেঃ

কম্বাইন হার্ভেস্টর ( ধান, গম, ভূট্টা) একই সাথে কাটা, মাড়াই, মাড়াই, ঝাড়াই করার যন্ত্র)

পাওয়ার থ্রেসার ( মাড়াই যন্ত্র)

রাইস ট্রান্সপ্লান্টার ( ধান রোপন যন্ত্র)

রিপার ( ধান, গম কাটার যন্ত্র)

মেইজ শেলার ( ভূট্টা মাড়াই যন্ত্র)

রিপার বাইন্ডার

পাওয়ার স্প্রেয়ার

পাওয়ার উইডার

পটেটো ডিগার

ক্যারেট ওয়াশার
প্রয়োজনীয় কাগজঃ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার
আবেদন জমার সময়ঃ ২৫ মার্চ ২০২৩ এর মধ্যে
আবেদন জমার স্থানঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর।
বিস্তারিত তথ্যের জন্যে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার / উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।